নতুনরা Freelancer.com থেকে কিভাবে উপার্জন করবেন?
আপনি কি একজন নতুন ফ্রিল্যান্সার হিসাবে Freelancer.com থেকে স্বল্প পরিশ্রমে
অল্প মেধা খাটিয়ে খুব সহজেই ঘরে বসে অনলাইনে কিছু ইউনিক পদ্ধতিতে ইনকাম করতে
চান? তাহলে আপনার চিন্তার কোন কারণ নেই। কারণ আজকে আমাদের এই আর্টিকেলটির মূল
আলোচনায় হচ্ছে নতুনরা Freelancer.com থেকে কিভাবে উপার্জন করবেন? সেই সম্পর্কে। এ
বিষয়ে বিস্তারিত তথ্যবহুল ও কার্যকরী আলোচনা করা হবে। তাহলে চলুন দেরি না করে
জেনে নেওয়া যাক!
আমরা অনেকেই নতুন ফ্রিল্যান্সার হিসাবে হয়তো জানি না যে, Freelancer.com থেকে
কিছু ইউনিক উপায় অবলম্বন করে অনেক টাকা আয় করা যায়। তাই আজকের এই গুরুত্বপূর্ণ
আর্টিকেলটির মাধ্যমে নতুনরা Freelancer.com থেকে কিভাবে উপার্জন করবেন? এ বিষয়
সম্পর্কে এমন কিছু ইউনিক ও কার্যকরী তথ্য সম্পর্কে জানাবো, যেগুলিকে কাজে লাগিয়ে
আপনি খুব সহজেই নিচে বর্ণিত উপায়গুলো অবলম্বন করে একজন নতুন ফ্রিল্যান্সার হয়েও
Freelancer.com থেকে অনেক টাকা আয় করতে পারবেন। আপনি কি নতুনরা Freelancer.com
থেকে কিভাবে উপার্জন করবেন? এ বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো জানতে চান,
তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্যই। এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ
সহকারে পড়ুন। তাহলে আশা করি আলোচ্য বিষয়ে বিস্তারিতভাবে নির্ভুল সব তথ্য গুলো
জানতে পারবেন। ইনশাআল্লাহ!
পেজ সূচিপত্রঃ
.
ভুমিকা
বর্তমান সময়ে টাকা ইনকাম করার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। অনলাইন
মাধ্যমকে কাজে লাগিয়ে একটু মেধা খাটিয়ে খুব সহজেই ঘরে বসে Freelancer.com থেকে
অনেক টাকা উপার্জন করা সম্ভব। বর্তমান সময়টি অনলাইন ভিত্তিক হওয়ার কারণে
বিভিন্ন ধরনের কিছু ইউনিক উপায় রয়েছে যেগুলোতে কাজ করে Freelancer.com থেকে খুব
সহজেই আয় করতে সক্ষম হচ্ছে।
আর এই ধরনের ইউনিক উপায় গুলোকে তারা তাদের ইনকামের উৎস হিসেবে বিবেচনা করে থাকে।
আপনি যদি অল্প মেধা খাটিয়ে স্বল্প পরিশ্রমে অধিক আয় করতে চান, তাহলে
Freelancer.com বিভিন্ন ধরনের কাজ করে একটিভ ইনকাম করুন। তাই আজকের আর্টিকেলটি
সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়লে বিস্তারিতভাবে জানতে পারবেন নতুনরা Freelancer.com
থেকে কিভাবে উপার্জন করবেন? এই বিষয় সম্পর্কে।
এছাড়াও নতুনরা Freelancer.com থেকে কিভাবে উপার্জন করবেন? Freelancer.com এ
নতুনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ, কিভাবে নিজের প্রোফাইল সম্পূর্ণ
করবেন? উপার্জন করার জন্য দক্ষতা নির্বাচন কিভাবে করবেন? Freelancer.com এ বিডিং
প্রক্রিয়া, বিড সংখ্যা কিভাবে সীমিত রাখবেন?
প্রথম কাজ পাওয়ার পরে করণীয় কি? কিভাবে নেটওয়ার্ক তৈরি করবেন? কিভাবে কাজের
সঠিক মূল্য নির্ধারণ করবেন? এ বিষয়গুলো সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। আর
নতুনরা Freelancer.com থেকে কিভাবে উপার্জন করবেন? এ বিষয় সম্পর্কে যদি জানতে
চান, তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নতুনরা Freelancer.com থেকে কিভাবে উপার্জন করবেন?
সাধারণত বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি অনলাইন মার্কেটপ্লেস হচ্ছে
Freelancer.com যেখানে মূলত সারা বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি ফ্রিল্যান্সার ও
ক্লায়েন্ট একসাথে মিলে কাজ করে খুবই ভালো পরিমাণে টাকা উপার্জন করছেন। সাধারণত
Freelancer.com বেশ কিছু উপায় অবলম্বন করে টাকা উপার্জন করা সম্ভব। প্রিয় পাঠক
তাহলে চলুন Freelancer.com থেকে আপনারা কিভাবে টাকা উপার্জন করতে পারবেন সেই
বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
সাধারণত যে কোন ফ্রিল্যান্সারের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সঠিক অনলাইন
প্লাটফর্ম নির্বাচন করা। যেখানে মূলত তাদের দক্ষতা গুলো সঠিকভাবে মূল্যায়ন করা
হবে পাশাপাশি সেখানে তারা একাধিক কাজ করার সুবিধা পাবে। এরকমই একটি প্ল্যাটফর্ম
হচ্ছে Freelancer.com এখানে মূলত নানান ধরনের কাজ করার সুযোগ রয়েছে যেমন ডিজিটাল
মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, অনুবাদ, আর্টিকেল রাইটিং, ভিডিও
এডিটিং সহ আরো বিভিন্ন ধরনের অনেক সেবা রয়েছে।
আপনি পৃথিবীর যেকোন স্থানে অবস্থান করে ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে পারবেন। আর
এখানে মূলত আপনি আপনার কাজের দক্ষতার উপর নির্ভর করে কাজ করার সুযোগ-সুবিধা
পাবেন। প্রিয় পাঠক আপনারা চাইলে Freelancer.com এর মাধ্যমে নিজেকে একজন পেশাজীবী
হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। তবে যারা Freelancer.com এ নতুন তাদের জন্য
কিছু বিষয় জানা অত্যন্ত জরুরি সেগুলো হল Freelancer.com এর সকল প্রক্রিয়া
সম্পর্কে খুবই ভালোভাবে জেনে নিতে হবে।
যেমন সুন্দর প্রোফাইল তৈরি থেকে শুরু করে বিডিং পদ্ধতি, ক্লাইন্টদের সঙ্গে
যোগাযোগ, ক্লাইন্টেদের সঙ্গে সুসম্পর্ক, কাজের বিনিময়ে সঠিক মূল্য নির্ধারণ এর
সকল বিষয়ে যদি শিখে, আপনি সামনের দিকে এগিয়ে যান, সেক্ষেত্রে খুবই দ্রুত সফল
ফ্রিল্যান্সার হতে সক্ষম হবেন। যখন প্রথম আপনারা শুরু করবেন তখন হয়তো আপনাদের
বিষয়টা অনেক চ্যালেঞ্জিং কঠিন মনে হতে পারে। তবে সময়ের সাথে সাথে যখন আপনাদের
দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পাবে, তখন সেগুলো সহজ মনে হবে।
আপনারা যদি এই প্লাটফর্মে সফল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে
আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয় নিয়ে আপনাকে কাজ করে এগিয়ে যেতে হবে। তাই জন্য
আপনি কোন বিষয়ে কাজ করতে চান, সেই বিষয়ে আগে নিশ্চিত হন, তারপর কাজ শুরু করুন।
তারপর আপনি আপনার একটি সুন্দরভাবে প্রোফাইল তৈরি করুন। যেন আপনার প্রোফাইল দেখে
খুব সহজেই বুঝে যায় ক্লাইন্টরা আপনার স্কিল এবং দক্ষতা সম্পর্কে।
প্রত্যেকটা কাজের বিডিং করার সময় অবশ্যই কাজের প্রকৃতি পাশাপাশি ক্লায়েন্টের
চাহিদা ভালোভাবে বুঝে তারপর অফার দেবেন। সাধারণত বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং
হচ্ছে খুব প্রতিযোগিতামূলক একটি ক্ষেত্র। তাই জন্য আপনাদের সময়ের সাথে তাল
মিলিয়ে কিছু ইউনিক ও কার্যকরী কৌশল অবলম্বন করে কাজ করতে হবে। বর্তমান সময়ে
Freelancer.com এর পেমেন্ট সিস্টেম যেমন সহজ, ঠিক তেমনি নিরাপদ।
ফ্রিল্যান্সাররা মূলত এখানে নির্ধারিত পেমেন্ট ব্যবহারের মাধ্যমে, তাদের করা
উপার্জন তারা উঠাতে পারবে। এছাড়াও যদি ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট এর মধ্যে
কোনরকম সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে Freelancer.com ম্যানেজমেন্ট সিস্টেম
উভয়ের নিরাপত্তা নিশ্চিত করবে। প্রিয় পাঠক এখানে আপনারা যেমন নিরাপদে কাজ করতে
পারবেন, ঠিক তেমনি আপনাদের পরিশ্রমের যথাযথ ফল পাবেন।
মূলত Freelancer.com শুধুমাত্র একটি দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং
Freelancer.com হচ্ছে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। আপনি পৃথিবীর যেকোনো স্থানে
অবস্থান করে ক্লায়েন্টের কাজ প্রোফাইলের মাধ্যমে করে দিতে পারেন। এছাড়াও এখানে
মূলত বিভিন্ন ভাষাভাষী ভাষায় কাজ করার সুযোগ সুবিধা রয়েছে। আপনারা চাইলে নতুন
ভাষা শিখতে পারেন। এতে করে আপনারা আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করতে
পারবেন।
সাধারণত ফ্রিল্যান্সিং একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা, এখানে আপনাকে ধৈর্য ধরে কাজ
করতে হবে। প্রথম অবস্থায় হয়তো আপনি সেরকম লাভবান হতে পারবেন না। তবে ধীরে ধীরে
আপনার কাজের মান আপনার দক্ষতার উপর ভিত্তি করে, আপনি ফল পেতে শুরু করবেন। এভাবেই
আপনি একজন সফল ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারবেন। প্রিয় পাঠক প্রথমে আপনারা
Freelancer.com ছোট কাজের মাধ্যমে পথ চলা শুরু করুন এবং সে বিষয়ে আপনারা খুবই
ভালোভাবে দক্ষতা অর্জন করুন।
এরপর আস্তে আস্তে বড় প্রকল্পে হাত দিবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের দক্ষতা
আরো বৃদ্ধির জন্য Freelancer.com আপনাদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের
ট্রেনিং সেন্টার কিংবা কোর্সের মাধ্যমে আপনি আপনার দক্ষতা আরো সুদৃহ করতে পারেন।
যখন আপনি নতুন কাজ দেখবেন তখন আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং
ক্যারিয়ার করা যেমন আপনার কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হবে, ঠিক তেমনি
রিওডিংও।
প্রিয় পাঠক এই প্ল্যাটফর্মে আপনারা যেকোন কাজ দিয়ে যেকোনো সময় শুরু করতে পারেন
এবং আপনাদের নির্ধারিত পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে গ্রহণ করতে পারেন। মূলত এই
পেমেন্ট সিস্টেমটি কাজের উন্নয়নের পাশাপাশি সময়সীমা নির্ধারণের সঙ্গে সঙ্গতি
রেখে সঠিকভাবে কাজ সম্পন্ন করার জন্য ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারদের মধ্যে একটি
সুসম্পর্ক বজায় রাখতে সহায়তা করে।
এই প্লাটফর্মে কাজ করার জন্য রয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা। নতুনদের জন্য এই
প্লাটফর্মে সফল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্দর প্রোফাইল তৈরি, সঠিক
কাজের নির্বাচন, বিডিং কৌশল, ক্লাইন্টের সঙ্গে সুসম্পর্ক বজায় এবং সঠিক সময়ে
কাজ সম্পন্ন করে কাজ প্রদান, আপনার যদি এই সকল বিষয়ে ভালোভাবে খেয়াল রাখতে
পারেন, তাহলে অতি দ্রুত সফল হতে পারবেন।
এই প্লাটফর্মে আপনাকে উপার্জন করতে হলে ধৈর্য ধরে আপনার নিজের দক্ষতা এবং
অভিজ্ঞতা সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবহার করে কাজ করতে হবে। প্রিয় পাঠক আপনারা
চাইলে এই প্লাটফর্মে ক্লায়েন্টের কাছ থেকে বিডিং এর মাধ্যমে কাজ করতে পারেন।
এছাড়াও আপনারা চাইলে প্রতিযোগিতার মাধ্যমে এখানে কাজ করতে পারবেন কিংবা কোন একটি
নির্দিষ্ট সাপ্তাহিক মাসিক প্রজেক্ট চুক্তিবদ্ধ হয়েও কাজ করতে পারবেন।
প্রিয় পাঠক আপনি যদি Freelancer.com এ নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে এই প্লাটফর্ম
থেকে কিভাবে টাকা উপার্জন করবেন আশা করি বিস্তারিতভাবে জানতেও বুঝতে পেরেছেন।
সর্বপরি আপনাকে এই প্লাটফর্মে ধৈর্য ধারণ করে খুবই ভালোভাবে কোন একটি বিষয়ে
দক্ষতা অর্জন করে কাজ করে যেতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন।
Freelancer.com এ নতুনদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ
সাধারণত নতুনদের জন্য Freelancer.com এ কিছু প্রাথমিক পদক্ষেপ রয়েছে সেগুলো
অবশ্যই মেনে কাজ করতে হবে। তাছাড়া এই মার্কেটপ্লেস থেকে টাকা উপার্জন করা প্রায়
অসম্ভব। নতুনদের Freelancer.com এর যে সকল বিষয় মানতে হবে সেগুলোর মধ্যে খুবই
গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে Freelancer.com এ নিবন্ধন সম্পন্ন করে একটি সুন্দর
ও নির্ভুল করে একাউন্ট ক্রিয়েট করতে হবে।
কেননা আপনি যতক্ষণ না অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ততক্ষণ আপনার প্রোফাইল সম্পূর্ণ
হবে না। এজন্য আপনাকে প্রথমে একটি Freelancer.com এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট
করতে হবে। অ্যাকাউন্ট খোলার পর আপনার প্রোফাইলটি সম্পন্ন হবে। এরপর আপনাকে যোগ
করতে হবে পোর্টফোলিও। তারপর আপনি কোন কাজে পারদর্শী, দক্ষ, অভিজ্ঞ, কোন কোন কাজ
আপনি খুবই ভালোভাবে দক্ষতার সহিত করতে পারেন,
সকল কিছু আপনার প্রোফাইলে তুলে ধরতে হবে। এছাড়া আরো ভালোভাবে তুলে ধরতে হবে আপনি
কোন কোন কাজ দক্ষতার সহিত করতে পারেন এবং কোন কোন বিষয়ে আপনি অভিজ্ঞ এবং আপনি
কোন কোন কাজগুলো করে থাকেন সেই বিষয়গুলো। এছাড়াও প্রিয় পাঠক আপনারা অবশ্যই
ডেসক্রিপশন বক্সে আপনাদের দক্ষতা এবং অভিজ্ঞতা পাশাপাশি কাজের ধরন উল্লেখ করবেন।
এছাড়াও আপনার যদি আপনার কাজের দক্ষতার প্রমাণ যেমন সার্টিফিকেট থেকে থাকে
সেক্ষেত্রে অবশ্যই সেটি আপনার প্রোফাইলে এড করবেন যেন আপনার প্রোফাইলটির
গ্রহণযোগ্যতা বাড়ে। এছাড়াও আপনি কোন কাজে দক্ষতা অর্জন করেছেন সেটি আপনি আপনার
প্রোফাইলে উল্লেখ করুন। যেন ক্লায়েন্টের সাথে আপনার কাজের মিল থাকে। এছাড়াও আরো
কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে যেগুলো নতুনদের ধাপে ধাপে গ্রহণ করতে হবে, ফলে
প্রোফাইল হবে আরো শক্তিশালী পাশাপাশি প্রোফাইল দেখাবে প্রফেশনাল, যা নতুনদের এই
মার্কেটপ্লেস থেকে খুবই ভালো পরিমাণে টাকা উপার্জন করতে সহায়তা করবে।
কিভাবে নিজের প্রোফাইল সম্পূর্ণ করবেন?
Freelancer.com এ যখন আপনার নিজের একাউন্ট সুন্দর ভাবে ক্রিয়েট করা হয়ে যাবে,
আর এই প্রোফাইল সুন্দরভাবে সম্পূর্ণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। কেননা আপনার
প্রোফাইল যতো বেশি সুন্দর ও সাজানো গোছানো হবে আপনার এখান থেকে টাকা উপার্জন করার
সুযোগ ততো বেশি হবে। এজন্য প্রিয় পাঠক আপনারা যখন এই মার্কেটপ্লেসে প্রোফাইল
ক্রিয়েট করবেন, তখন অবশ্যই ইউনিক এবং প্রফেশনাল ভাবে ক্লায়েন্টদের সামনে
উপস্থাপন করার চেষ্টা করবেন।
কেননা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় পাঠক আপনাদের জানা উচিত যে
প্রোফাইল প্রফেশনাল ভাবে সাজানোর জন্য পাশাপাশি প্রোফাইলকে ইউনিক ভাবে উপস্থাপন
করার জন্য আপনাদের বেশ কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে। যেমন প্রথমত আপনি যেই
বিষয়ে খুবই ভালোভাবে দক্ষতা অর্জন করেছে, আপনি সেই বিষয়ে পারদর্শী। যেমন
গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট,
ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন সহ আরো অন্য যেকোন দক্ষতা এবং আপনি যে বিষয়ে
কাজ করতে চান, সেই বিষয়টি আপনার প্রোফাইলে সুন্দরভাবে উপস্থাপন করে অবশ্যই
উল্লেখ করবেন। এছাড়াও আপনার প্রোফাইলের ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনার কাজের
দক্ষতা, কাজের অভিজ্ঞতা, আপনার কাজের ধরন, সম্পর্কে সুস্পষ্ট ভাবে বর্ণনা করে
উল্লেখ করবেন।
যেন ক্লায়েন্টের বুঝতে সুবিধা হয়, আপনার প্রোফাইল দেখে সবকিছু বুঝতে পারেন।
এছাড়াও আপনার কাজের কয়েকটি উদাহরণস্বরূপ আপনার প্রোফাইলে নমুনাও উল্লেখ করতে
পারেন, এতে করে ক্লাইন্ট আপনার কাজের দক্ষতা সম্পর্কে কিছুটা হলেও সুস্পষ্ট ধারণা
পাবে। এছাড়াও আপনার প্রোফাইলে আপনার সকল তথ্য নির্ভুলভাবে প্রদান করবেন, যেন
আপনার প্রোফাইলটি একেবারে প্রফেশনাল মানের দেখায়।
প্রিয় পাঠক আপনি চাইলে Freelancer.com এ আপনার প্রোফাইলটি এভাবে সুন্দরভাবে
সম্পন্ন করতে পারবেন। এছাড়াও সম্মানিত পাঠক আপনি আপনার নিজের প্রোফাইলটি সম্পন্ন
করার জন্য দক্ষ ও অভিজ্ঞ বড় ভাই ব্রাদারদের কাছ থেকে সহযোগিতার মাধ্যমেও সম্পন্ন
করতে পারবেন। এতে করে ভুল ভ্রান্তি হওয়ার কোন চান্স থাকবে না।
উপার্জন করার জন্য দক্ষতা নির্বাচন কিভাবে করবেন?
সাধারণত বর্তমান সময়ে Freelancer.com হচ্ছে এমন একটি মার্কেটপ্লেস যেখানে আপনারা
আপনাদের কাজের দক্ষতার উপর নির্ভর করে দক্ষতা অনুযায়ী কাজ করতে পারবেন। মূলত এই
মার্কেটপ্লেসে আপনাদের কাজ করতে হলে অবশ্যই ফ্রিল্যান্সিং সেক্টরের যেকোনো একটি
বিষয়ের উপর খুবই ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। অনেক মানুষ রয়েছে অনেক সময়
বুঝতে পারে না কোন দক্ষতাটা নির্বাচন করা তাদের জন্য উপযুক্ত হবে এবং তারা সেই
দক্ষতা কিভাবে অর্জন করবে ইত্যাদি।
নতুনদের জন্য Freelancer.com এই মার্কেটপ্লেসে কাজ করতে এসে সেটি একটি কঠিন বিষয়
হয়ে দাঁড়ায়। এজন্য প্রিয় পাঠক আপনাদের সুবিধার্থে আমাদের পরামর্শ হচ্ছে যে
কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর খুবই ভালোভাবে দক্ষতা অর্জন করুন এবং আপনি যে
কাজটি করতে আগ্রহী সেই কাজটির উপরে পুরোপুরি ভাবে ফোকাশ করুন। এরপর আপনাকে একটি
সাজানো গোছানো সুন্দর প্রোফাইল ক্রিয়েট করতে হবে সেটা মূলত যে কোন ধরনের
প্রোফাইল হতে পারে। যেমন
- ১. ব্লগ পোস্ট
- ২. ভিডিও এডিটিং
- ৩. গ্রাফিক্স ডিজাইন
- ৪. ডিজিটাল মার্কেটিং
- ৫.ওয়েব ডেভেলপমেন্ট
- ৬.ওয়েব ডিজাইন ডিজাইন
- ৭. আরোও অন্যান্য
প্রিয় পাঠক উপরোক্ত যেকোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর আপনারা খুবই ভালোভাবে
দক্ষতা অর্জন করে, সেই বিষয়ে পারদর্শী হয়ে Freelancer.com থেকে খুব সহজেই প্রতি
মাসে খুবই ভালো পরিমাণে টাকা উপার্জন করতে সক্ষম হবেন। তবে আপনাকে একটি বিষয়ে
অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনি যেকোনো বিষয়ে দক্ষতা অর্জন করুন না কেন
আপনার সম্পর্কে সঠিক তথ্য পাশাপাশি আপনার কাজের অভিজ্ঞতা গুলো আপনার প্রোফাইলে
খুবই ভালোভাবে উল্লেখ করতে হবে।
আপনার কাজের কয়েকটি উদাহরণও দিতে পারেন। এতে করে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ
প্রফেশনাল মানের দেখাবে। মূলত এই মার্কেটপ্লেসে নতুনদের টাকা উপার্জন করার
ক্ষেত্রে কাজে প্রচুর দক্ষতা এবং অভিজ্ঞতা লাগে। তাহলেই নতুন ফ্রিল্যান্সাররা
নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন।
Freelancer.com এ বিডিং প্রক্রিয়া
সাধারণত নতুন যে সকল ফ্রিল্যান্সাররা রয়েছে তারা Freelancer.com থেকে প্রথম
অবস্থায় বিডিং এর মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন। তবে অনেক নতুন
ফ্রিল্যান্সিার রয়েছে তারা ফ্রিল্যান্সিং জগতে নতুন হওয়ায় নতুন
ফ্রিল্যান্সিাররা সঠিক নিয়মে সঠিকভাবে বিডিং এর নিয়ম না জানার কারণে যথাযথ ও
সঠিকভাবে বিডং করতে পারে না।
প্রিয় পাঠক আপনারা যারা ফ্রিল্যান্সিং জগতে নতুন পথচলা শুরু করেছেন আপনাদের
সুবিধার্থে আজকে সঠিক পদ্ধতিতে কিভাবে বিডিং করতে হয়, সেই সম্পর্কে আমরা
বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় পাঠক বিড করার জন্য প্রথম দিকে অবশ্যই আপনাকে
ছোট এবং সহজ কাজ গুলো বেছে নির্বাচন করতে হবে। আর এই বিষয়টিতে অনেক ভুল করে
নতুনরা। আগেভাগেই বড় প্রজেক্ট ধরে বসে থাকে।
ফলে সঠিকভাবে বিডিং করতে পারে না। আর এই ভুলটি করে সবচেয়ে বেশি নতুনরা। আর
অবশ্যই বিডিং করার ক্ষেত্রে Entry level / Beginner friendly ট্যাগ যুক্ত
প্রজেক্ট গুলো নির্বাচন করার চেষ্টা করতে হবে। অবশ্যই আপনার কাজের যাবতীয় বর্ণনা
সুন্দরভাবে আপনার প্রোফাইলে উপস্থাপন করতে হবে পাশাপাশি কাজের বিনিময়ে কি পরিমান
আপনি বাজেট নিতে চান, সেটাও সুন্দর ভাবে উল্লেখ করতে হবে।
যেন কাজের বর্ণনা পাশাপাশি বাজেট ভালোভাবে পড়ে তারা বুঝতে পারে। বিড করার জন্য
সকল বিষয়ে আপনাকে সঠিক ও নির্ভর করে বর্ণনা করে উল্লেখ করতে হবে। যেন ক্লায়েন্ট
আপনার প্রোফাইল দেখেই বুঝতে পারে যে আপনি একজন সফল ফ্রিল্যান্সার। নতুনদের জন্য
Freelancer.com টাকা উপার্জন করার জন্য অবশ্যই ক্লায়েন্টদের শুভেচ্ছা জানাতে
হবে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে,
ক্লায়েন্টকে সঠিক সময়ে কাজ করে কাজ প্রদান করতে হবে এবং আপনাকে অবশ্যই আপনার
দক্ষতার সাথে কাজের মিল রেখে কাজের সকল বিষয় ভালোভাবে উল্লেখ করবেন। এছাড়াও
আপনার যদি পূর্ববর্তী কাজের কোনরকম অভিজ্ঞতা থাকে কিংবা কাজের বিষয়ে কোনো
সার্টিফিকেট থাকে, তবে উদাহরণস্বরূপ আপনি সেটা উল্লেখ করতে পারেন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সব থেকে বেশি বা সবথেকে কম বাজেটে কাজ করে
দেওয়া থেকে বিরত থাকুন। কাজের বিনিময়ে যেটা সঠিক মূল্য আপনার প্রাপ্য সেটাই
আপনি চাইবেন। এছাড়াও খেয়াল রাখতে হবে নতুন ফ্রিল্যান্সারদের বিড করার কিছু
সক্ষমতা থাকতে হবে। প্রিয় পাঠক আপনারা যারা নতুন রয়েছেন তাদের জন্য
গুরুত্বপূর্ণ পরামর্শ আপনারা অবশ্যই বিড করার ক্ষেত্রে বিড সংখ্যা সীমিত রাখার
চেষ্টা করবেন।
বিড সংখ্যা কিভাবে সীমিত রাখবেন?
সাধারণত প্রতিদিনই নির্দিষ্ট কিছু বিড পেয়ে থাকে নতুন ফ্রিল্যান্সাররা। যা মূলত
তুলনামূলক খুবই সীমিত। বিড সংখ্যা সীমিত রাখা আবশ্যক এখন আপনাদের মনে নিশ্চয়ই
প্রশ্ন জাগছে কিভাবে বিড সংখ্যা সীমিত রাখবেন তাই না, চিন্তার কোন বিষয় নেই।
তাহলে চলুন কিভাবে বিড সংখ্যা সীমিত রাখবেন জেনে নেওয়া যাক নিচে উল্লেখ করা হলো।
প্রিয় পাঠক আপনি যদি বিড সংখ্যা সীমিত রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম
অবশ্যই সঠিক কাজ নির্বাচন করতে হবে।
আর প্রথমদিকে বিড করার জন্য অবশ্যই ছোট এবং সহজ কাজ আপনাকে নির্বাচন করতে হবে। আর
খেয়াল রাখতে হবে যেন আপনার প্রজেক্ট গুলো Entry level / Beginner friendly ট্যাগ
যুক্ত হয়। আর অবশ্যই আপনি যে নির্দিষ্ট কাজটিতে শুধুমাত্র দক্ষ, সেই বিষয়ই এড
করবেন। আপনি যদি অযথাই যে কোন বিষয় নিয়ে বিড করেন, সেক্ষেত্রে আপনার বিড নষ্ট
হবে। তাই জন্য অযথাই বিড করে আপনার বিড নষ্ট করার কোন দরকার নেই।
এছাড়াও অবশ্যই আপনি আপনার প্রজেক্টের বাজেট অনুযায়ী বিড করার চেষ্টা করবেন।
প্রিয় পাঠক আপনি যদি ফ্রিল্যান্সিং জগতে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই
ধৈর্য ধারণ করে কঠোর পরিশ্রম করে সময় ও শ্রমকে কাজে লাগিয়ে কাজ করে যেতে হবে।
প্রিয় পাঠক বিড করার ক্ষেত্রে অবশ্যই ক্লাইন্টের প্রোফাইল যাচাই-বাছাই করে দেখে
নেবেন। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এছাড়াও বিড সংরক্ষণ করার জন্য অবশ্যই বিড লেখার কৌশল উন্নত করতে হবে।
ফ্রিল্যান্সারের মেম্বারশিপ পরিকল্পনার মাধ্যমে বিড সীমিত রাখতে হবে। কেননা
প্রতিমাসে নির্দিষ্ট কিছু সংখ্যক ফ্রিল্যান্সার ফ্রি বিড পাই। প্রিয় পাঠক
এছাড়াও আপনাকে আপনার ফ্রিকোয়েন্সি এবং সময় আপনার নিয়ন্ত্রণে রাখতে কিছু ইউনিক
ও কার্যকরী কৌশল অবলম্বন করতে হবে।
যার ফলে আপনি আপনার বিড সংখ্যা সীমিত রাখতে সক্ষম হবেন। আপনাকে বিডের ওপর চাপ
কমাতে হবে, যদি আপনি বিডে কাজ পেয়ে যান। তাহলে আপনার অতিরিক্ত বিড নষ্ট হওয়া
থেকে রক্ষা পাবে। এছাড়াও আপনার সকল বিড গুলোর রেকর্ড আপনাকে রাখতে হবে যে যে
বিডগুলোতে আপনি কাজ করেছেন। তাহলে আপনার বিড সীমিত রাখতে পারবেন।
প্রথম কাজ পাওয়ার পরে করণীয় কি?
সাধারণত নতুন অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা প্রথম কাজ করার পর কি করবে বুঝে
উঠতে পারে না। আর এজন্য দেখা যায় অনেক সময় নতুনরা বিপদে পড়ে যায় বা তাদের
অনেক ঝামেলা পোহাতে হয়। এজন্য প্রত্যেক নতুন ফ্রিল্যান্সারদের উচিত প্রথম কাজ
পাওয়ার আগে Freelancer.com থেকে কিভাবে টাকা উপার্জন করতে হবে সেই সম্পর্কে আগে
খুবই ভালোভাবে জানতে হবে।
তাহলে প্রথম কাজ পাওয়ার পরে করনীয় কি এই সম্পর্কে খুবই ভালোভাবে বুঝতে পারবে
এবং তারা সেই অনুযায়ী নতুনরা এগোতে পারবে। নতুনদের জন্য প্রথম কাজ পাওয়ার পরে
কিভাবে তাদের প্রথম কাজটি সম্পন্ন করতে হবে বেশ কিছু করণীয় রয়েছে, সেগুলো
অনুসরণ করলে প্রথম কাজ খুব সহজেই শেষ করতে পারবেন। সাধারণত বেশ কিছু বিষয় মাথায়
রেখে খুবই ইউনিক ও কার্যকরী কৌশল গুলো অবলম্বন করে প্রথম কাজগুলো সম্পন্ন করতে
হবে,
এটা মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবার মাথায় এটা থাকে না। প্রথম কাজ পাওয়ার পর
করণীয় গুলো নিচে উল্লেখ করা হলো। প্রিয় পাঠক আপনি যখন প্রথম কাজ পাবেন
Freelancer.com এ অথবা আরো অন্যান্য যে কোন মার্কেটপ্লেসে তখন অবশ্যই কাজের
প্রয়োজনীয়তা পাশাপাশি কাজের বিষয়ে ক্লায়েন্টকে খুবই ভালোভাবে কাজ সম্পর্কিত
প্রশ্ন করবেন। এছাড়া যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই কাজের বিষয়ে স্পষ্ট ধারণা
নিয়ে কাজ করবেন।
এতে করে আপনার কাজ এর মান ভালো হবে। এই বিষয়টিতে অনেকেই ভুল করে বিশেষ করে
নতুনরা বেশি করে। এছাড়াও সঠিক সময়ে কাজ সম্পন্ন করে যথাযথ সময়ের মধ্যে
ক্লায়েন্টকে কাজ প্রদান করবেন। এতে করে আপনার প্রতি বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে।
সব সময় কাজের গুণগতমান ঠিক রাখবেন। উচ্চমানের কাজ করার চেষ্টা করবেন। এতে করে
ক্লাইন্ট আপনার প্রতি স্যাটিস্ফাই থাকবে।
পরবর্তী কাজ আপনাকে দিয়ে করিয়ে নিতেও আগ্রহী হবে। এছাড়াও আপনি যখন সুন্দর ভাবে
কাজ সম্পন্ন করে ক্লাইন্টকে কাজ প্রদান করবেন তখন অবশ্যই ক্লাইন্টের কাছ থেকে
ফিডব্যাক বা রিভিউ গ্রহণ করবেন। এতে করে আপনার পরবর্তীতে কাজ পেতে অনেক সহায়তা
করবে। কাজ পাওয়ার পরে অবশ্যই গুরুত্বের সহিত কাজ গুলো সুন্দরভাবে সম্পন্ন
করবেন।
এতে করে আপনার কাজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পাশাপাশি পরবর্তী কাজের গতি
এবং বেশি কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায়
রাখবেন সেটি হচ্ছে খুব বেশি বা খুবই সীমিত মূল্য নির্ধারণ করবেন না। আপনি আপনার
কাজের গুণগত মান ও কাজের ধরনের উপর পাশাপাশি আপনার দক্ষতা ও অভিজ্ঞতার ওপর নির্ভর
করে সঠিক মূল্য নির্ধারণ করবেন। যেন আপনিও স্যাটিসফাই থাকেন, ক্লাইন্টও আপনার
প্রতি স্যাটিসফাই থাকেন।
কিভাবে নেটওয়ার্ক তৈরি করবেন?
সাধারণত এটা অনেকেই লক্ষ্য করেন না তবে বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং কমিউনিটিতে
টাকা উপার্জন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেটওয়ার্ক। এখন
নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে কিভাবে নেটওয়ার্ক তৈরি করবেন? তাহলে চলুন
আলোচনা করা যাক। কেননা আজকের এই আর্টিকেলটিতে কিভাবে নেটওয়ার্ক তৈরি করবেন সেই
সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন কোন অংশ
স্কিপ না করে।
প্রিয় পাঠক আপনি যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে নেটওয়ার্ক তৈরি করার কাজটি
প্রথম থেকে ক্লাইন্টদের সাথেই শুরু করতে হবে। প্রিয় পাঠক আপনি যখন আপনার কাজের
বিষয়ে যে কোন ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন অবশ্যই সুমিষ্ট ভাষায় কথা বলবেন
এবং ক্লাইন্টদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। যেন ক্লায়েন্টের সাথে যখন আপনি
কথা বলবেন তখন আপনাকে যেন পেশাদার ফ্রিল্যান্সার মনে হয় এবং অবশ্যই
ক্লায়েন্টদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে।
আপনি যখন কোন ক্লায়েন্টের কাজ সম্পন্ন করে দিয়ে তাকে কাজ প্রদান করবেন তখন
অবশ্যই সেই কাজের ফিডব্যাক বা রিভিউ সংগ্রহ করে নেবেন। ফলে আপনার নতুন
ক্লায়েন্টদের দৃষ্টি আকর্ষণ করতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা
আপনার কাজের প্রতি ক্লাইন্ট যদি সন্তুষ্ট থাকে, সেক্ষেত্রে আপনি আরো কাজ পেতে
পারেন সেই ক্লায়েন্টের কাছ থেকে।
এই জন্য যখন আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে ক্লাইন্টকে কাজ প্রদান করবেন। এরপর
ক্লায়েন্টকে পরবর্তী কাজের জন্য উৎসাহ বা প্রস্তাব দেবেন এবং অবশ্যই
ফ্রিল্যান্সিং কমিউনিটিতে আপনাকে সক্রিয় থাকতে হবে নেট বৃদ্ধির জন্য। এছাড়াও
ক্লায়েন্ট যদি কোনরকম সমস্যার সম্মুখীন হয়, সেক্ষেত্রে তার সমাধান করতে অবশ্যই
সহায়তা করবেন। এতে করে আপনার নেটওয়ার্ক বৃদ্ধি পাবে।
তাছাড়া আপনার কাজের গুণগত মান পাশাপাশি আপনার কাজের প্রোফাইলের পোর্টফোলিও এর
মান যেন বজায় থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। কেননা এগুলো আপনার কাজ এবং
নেটওয়ার্কিং বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময়ের সাথে তাল
মিলিয়ে অবশ্যই নিজেকে দক্ষ এবং আপডেট রাখার চেষ্টা করুন। যেন আপনি সময়ের সাথে
তাল মিলিয়ে চলতে পারেন।
কিভাবে কাজের সঠিক মূল্য নির্ধারণ করবেন?
সাধারণত বর্তমান সময়ে অনেক নতুন ফ্রিল্যান্সাররা রয়েছেন যারা তাদের সঠিক মূল্য
নির্ধারণ করতে পারেন না। ফলে এটি অনলাইন মার্কেটপ্লেসে কাজ না পাওয়ার অন্যতম
একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য প্রিয় পাঠক আপনি যদি একজন নতুন
ফ্রিল্যান্সার হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই অধিক কিংবা খুবই সীমিত মূল্য
নির্ধারণ করবেন না।
বড়ং আপনার কাজের স্কিল পাশাপাশি আপনার কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনার
কাজের সঠিক মূল্যটি নির্ধারণ করবেন। যেন আপনিও স্যাটিস্ফাই হন পাশাপাশি
ক্লায়েন্ট ও যেন আপনার প্রতি স্যাটিস্ফাই থাকেন, সেদিকে অবশ্যই বিশেষ লক্ষ্য
রাখবেন। এছাড়াও যখন আপনারা ফ্রিল্যান্সিং শুরু করবেন তখন যেন আপনাদের বেতন বেশি
না হয়, আবার খুব সীমিত না হয়, তাহলে এর প্রভাব আপনার উপরেই আগে এসে
পড়বে।
যেমন ধরুন আপনি যদি প্রথম অবস্থায় আপনার কাজের মূল্য খুবই বেশি পরিমাণে নির্ধারণ
করেন, সেক্ষেত্রে সেটি আপনার জীবনে খুব বেশি ফলপ্রসূ বয়ে আনবে না। তাই জন্য
সম্মানিত পাঠ অবশ্যই আপনার কাজের ধরন পাশাপাশি আপনার কাজের দক্ষতা ও অভিজ্ঞতার
উপর সামঞ্জস্যতা বজায় রেখে আপনার কাজের যথাযথ মূল্য নির্ধারণ করার চেষ্টা করবেন।
এতে করে আপনি খুবই দ্রুত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সফল হতে পারবেন।
লেখকের ইতি কথাঃ নতুনরা Freelancer.com থেকে কিভাবে উপার্জন করবেন?
সম্মানিত পাঠক, আশা করি উপরোক্ত আলোচনা থেকে আপনি নতুনরা Freelancer.com থেকে
কিভাবে উপার্জন করবেন? এই বিষয়ে সম্পর্কে পুরোপুরি বিস্তারিতভাবে জানতে পেরেছেন।
উপরে উল্লেখিত বিষয়গুলো ভালোভাবে পড়ে জেনে নিলে আপনি খুব সহজেই Freelancer.com
এ কাজ করে একটি ইনকামের মাধ্যমে প্রতিমাসে একটা হ্যান্ডসাম এমাউন্ট ইনকাম করতে
পারবেন।
Freelancer.com এ কাজ করে সল্প পরিশ্রমেই আপনি স্বাবলম্বী হতে পারবেন। কিন্তু
অনেকে এ বিষয়গুলো না জানার কারণে Freelancer.com এ কাজ করে না। তাই আপনি যদি
একজন নতুন হয়ে থাকেন তাহলে নতুনরা Freelancer.com থেকে কিভাবে উপার্জন করবেন? এই
আর্টিকেলটি পড়া আবশ্যক।
প্রিয় পাঠক, এতক্ষণ আমাদের সাথে থেকে আর্টিকেলটি সম্পন্ন মনোযোগের সাথে পড়ার
জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ওয়েবসাইটে এই ধরনের তথ্য বহুল আর্টিকেল
নিয়মিত পোস্ট করে থাকি। তাই আপনি যদি এ ধরনের আরও তথ্যবহুল উপকারী পোস্ট পড়তে
চান, তাহলে এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন। সাথে সাথে এই আর্টিকেলটি পড়ে ভালো
লাগলে আপনার নিকট আত্মীয়, বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনদের কাছে তাদের উপকারার্থে
শেয়ার করে দিন।
যেন তারা নতুনরা Freelancer.com থেকে কিভাবে উপার্জন করবেন? এ বিষয়ে সম্পর্কে
পুরোপুরি ভালোভাবে জেনে নিতে পারে। নতুনরা Freelancer.com থেকে কিভাবে উপার্জন
করবেন? এ বিষয়ে সম্পর্কে আপনার যদি কোন গুরুত্বপূর্ণ মতামত বা প্রশ্ন থাকে,
তাহলে অবশ্যই নিচে দেওয়া মতামত বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে
কথা হবে নতুন কোন আর্টিকেল নিয়ে ততক্ষণ পর্যন্ত নিরাপদ ও সুস্থ থাকুন।
কনফিডেন্স আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url